ইলেকট্রনিক্স মিডিয়ায় ইংরেজি সংবাদ ছাড়া সব অনুষ্ঠান ও বিজ্ঞাপন, ইলেকট্রিক সাইনবোর্ড, বিলবোর্ড ও গাড়ির নম্বরপ্লেটে বাধ্যতামূলভাবে বাংলাভাষা ব্যবহারের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউনুস আলী আখন্দ।
সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী, বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি বাংলায় লিখতে ও কার্যকরি ব্যবস্থা প্রবর্তনের নির্দেশনা চেয়ে গতকাল রবিবার হাইকোর্টে ড. মো. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমীর মহাপরিচালক এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।