আমাদের কথা খুঁজে নিন

   

কমেছে খেলাপি ঋণ, তবে ...

তবে এক্ষেত্রে ঋণ পুনঃতফসিলিকরণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম শিথিল করা ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাপি ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্যাংক খাতে খেলাপি ঋণ আগের প্রান্তিকের (জুলাই-অক্টোবর) চেয়ে ১৫ হাজার ২৯৭ কোটি টাকা কমেছে।

ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪১ হাজার ৪২৩ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৩ শতাংশ।

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের শেষ দুই মাসে রাজনৈতিক সহিংসতায় প্রায় অচল হয়ে ছিল দেশের ব্যবসা-বাণিজ্য।

সেই পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে বাংলাদেশ ব্যাংক ২২ ডিসেম্বর ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়, যেখানে ডাউন পেমেন্ট (এককালীন জমা) দেয়ার বাধ্যবাধকতায় শিথিলতা আনা হয়।

যদিও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হলে ঋণের প্রকার অনুযায়ী ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ‘ডাউন পেমেন্ট’ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।   

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলাপি ঋণ কমে আসার অন্যতম কারণ ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেয়া সুযোগ।

“তবে ডিসেম্বরে আদায়ও অন্য সময়ের তুলনায় বেশি হয়েছে। কারণ শেষ প্রান্তিকে এসে ব্যাংকগুলো সবসময় আদায়ের ওপর জোর দেয়। ”

এছাড়া এসএমই খাতের খেলাপি ঋণতো ব্যাংক নিজেই নিয়মিত করেছে, বাংলাদেশ ব্যাংকের কাছে আসতে হয়নি।

ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেয়া সুযোগ অনেক ব্যাংক ‘অনৈতিকভাবে’ নিয়েছে বলে মনে করেন মাহবুবুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২২ ডিসেম্বরের পর থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত ৫ শতাধিক বড় বড় খেলাপি ঋণের প্রস্তাব পুনঃতফসিলের অনুমোদন দেয়া হয়েছে, যার মধ্যে অনেক ঋণ হিসাবের সঙ্গে রাজনৈতিক অস্থিরতার কোনো সম্পর্ক নেই।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৬৩ হাজার ৮৭০ কোটি টাকা। এর মধ্যে ৪১ হাজার ৪২৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ছিল খেলাপি ঋণ।

২০১৩ সালে তৃতীয় প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৫৬ হাজার ৭২০ কোটি টাকা, যা ওই সময়ে বিতরণ করা ৪ লাখ ৪৩ হাজার ৪৫৭ কোটি ‍ঋণের ১২ দশমিক ৭৯ শতাংশ।

২০১২ শেষ প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ৪২ হাজার ৭২৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০১১ সালের তুলনায় তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ে ২০ হাজার কোটি টাকারও বেশি।

২০১১ সালের শেষে ছিলো খেলাপি ঋণের পরিমাণ ছিলো ২২ হাজার ৭০৯ কোটি টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।