সাবেক উপাচার্য (ভিসি) আবদুল জলিল মিয়ার দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষক-কর্মকর্তা ও ১০০ শিক্ষার্থী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল রংপুরের মুখ্য বিচারিক হাকিম মনসুর আলম তাদের মামলা থেকে অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন_ উপাচার্য আবদুল জলিল মিয়ার দুর্নীতির বিরুদ্ধে গড়ে তোলা সংগঠন দুর্নীতিবিরোধী মঞ্চের নেতা অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, অধ্যাপক ড. মতিউর রহমান, ড. তুহিন ওয়াদুদ, আশরাফুল আলম, শাহীনুর রহমান, আপেল মাহমুদ, ইলিয়াস প্রামাণিক, প্রভাষক ফেরদৌস রহমান, উমর ফারুক, সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান ও মোরশেদ উল আলম রনি। দুর্নীতির প্রতিবাদ করায় গত বছর এপ্রিলে ছয়জন শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন উপাচার্য আবদুল জলিল। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিবাদ জানালে সাবেক উপাচার্য ১২ শিক্ষক-কর্মকর্তা ও ১০০ শিক্ষার্থীর নামে মামলা করেন। দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত বছর ৫ মে উপাচার্য আবদুল জলিলকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি ও আচার্য। পরে আবদুল জলিল ও সাবেক রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আবদুল জলিল বর্তমানে কানাডায় পলাতক ও শাহজাহান আলী মণ্ডল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।