আমাদের কথা খুঁজে নিন

   

অভিষেকেই সেঞ্চুরি মিস পেরেরার

ক্যারিয়ারে মাত্র ৪টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন দিলরুয়ান পেরেরা। গতকাল টেস্ট অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। শারজাহতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে প্রায় বাজিমাত করে ফেলেছিলেন পেরেরা। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সাঝঘরে ফিরেন ৯৫ রানে। সেঞ্চুরি না পেলেও পেরেরা এবং অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউসের দৃঢ়তায় প্রথম ইনিংসে ৪২৮ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে বিনা উইকেটে ১৯ রান তুলে দ্বিতীয় দিন পার করেছে পাকিস্তান। আগের দিনের ৫ উইকেটে ২২০ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাথিউস ও জয়াবর্ধনে ১৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন। এর পর সপ্তম উইকেটে জুটি বাঁধেন ম্যাথিউস ও অভিষিক্ত পেরেরা। দুই জনে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ১১২ রান। দুই জনেই নার্ভাস নাইনটিজের শিকার হন। ম্যাথিউস সাঝঘরে ফিরেন ৯১ রানে এবং পেরেরা ৯৫ রানে। ম্যাথিউস সবার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। পেরেরা ইনিংসটি খেলেন ২৪৭ বলে ১২ চার ও ২ ছক্কায়।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ৪২৮/১০ (কারুণারত্নে ৩৪, সাঙ্গাকারা ৫২, মাহেলা ৪৭, ম্যাথিউস ৯১, পেরেরা ৯৫। জুনায়েদ খান ৩/৮১, মোহাম্মদ তালহা ৩/৯৯, সাঈদ আজমল ২/১২০)।

পাকিস্তান : প্রথম ইনিংস, ১০/০( খুররম মঞ্জুর ১৪*)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.