আমাদের কথা খুঁজে নিন

   

ভোট ডাকাতির অভিযোগ মুরাদ সিদ্দিকীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী ভোট ডাকাতির মাধ্যমে তাকে পরাজিত করার অভিযোগ করেছেন। গতকাল নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মুরাদ সিদ্দিকী বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের দিন অধিকাংশ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। প্রায় প্রতিটি কেন্দ্রেই সরকারদলীয় লোকজন নৌকা প্রতীকে ব্যাপক হারে সিল মেরেছেন। কোনো কোনো কেন্দ্রে ৮০-৯০ শতাংশ কাস্টিং ভোট দেখানো হয়েছে। নৌকার পক্ষে ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ করলে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচনের পর দিন থেকেই সরকারদলীয় সন্ত্রাসীরা তার কর্মীদের মারধর করছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.