রাজধানীর প্রায় এক হাজার পোশাক কারখানায় অবকাঠামো ও অগি্ননির্বাপণ ব্যবস্থার মান পরিদর্শনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গতকাল থেকে এ পরিদর্শনের কাজ শুরু হয়। প্রথম দিনে পরিদর্শক দল ঢাকার ডেমরা এলাকায় আট থেকে ১০টি কারখানা পরিদর্শন করে বলে জানান বুয়েটের বিশেষজ্ঞ দলের প্রধান মেহেদী আহমেদ আনসারী।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিশেষজ্ঞ দল ২০০টি কারখানা পরিদর্শনের কাজ সম্পন্ন করবে। তবে ইইউ অ্যাকর্ড ও নর্থ আমেরিকান অ্যালায়েন্স যেসব কারখানা পরিদর্শন করবে এ কারখানাগুলো তার আওতাভুক্ত নয়। একটি অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কারখানাগুলোর অবকাঠামোগত অবস্থা, অগি্ননির্বাপণ ও অগি্নপ্রতিরোধ ব্যবস্থার মান এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখছে প্রতিনিধি দলগুলো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের ২০টি দলকে এ পরিদর্শনের কাজে নিয়োগ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। যেসব কারখানা তাদের বিবেচনায় ত্রুটিপূর্ণ বিবেচিত হবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য ইউরোপভিত্তিক ৭০টি খুচরা বিক্রেতা ও পোশাক ব্র্যান্ডের জোট ইইউ অ্যাকর্ডের একটি প্রতিনিধি দল পোশাক কারখানা পরিদর্শনের প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে কথা বলার জন্য সম্প্রতি বাংলাদেশ সফর করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।