আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশও ঘুরে দাঁড়াতে পারে

ক্যারিয়ারে এমন উত্তেজনাকর ম্যাচ খেলেছেন বহু। কখনো জিতেছেন, আবার কখনো হেরেছেন। তবে পরশু জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ ম্যাচটির কথা অনেক দিন মনে থাকবে শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসমান মারভান আতাপাত্তুর। শেষ বলে নাটকীয় ফলাফলের ম্যাচটি দারুণভাবে উপভোগ করেছেন টেস্টে ৬ ডাবল সেঞ্চুরি হাঁকানো এই লঙ্কান সাবেক অধিনায়ক। টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচটির শেষ বল নিয়ে বিতর্ক চলছে এখনো। কাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টি এড়িয়ে গেছেন ক্রিকেট কূটনীতির চালে। আতাপাত্তু বলেন, ক্রিকেটে বাংলাদেশের দুর্দিন অনেক আগেই কেটে গেছে। টেস্ট, ওয়ানডে বা টি-২০ যেকোনো ম্যাচে এখন তারা ঘুরে দাঁড়াতে পারে। সুতরাং প্রথম ম্যাচ আমরা জিতলেও বাংলাদেশ সিরিজে সমতা আনতে জানপ্রাণ দিয়ে লড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.