জার্মানির তৈরি এগিলাসকে বলা হয় বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রোবট। এটি সহজেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। টেবিল টেনিসের মতো খেলায় পাল্টা আক্রমণ করে এটি দ্রুত জবাব দিতে পারে প্রতিপক্ষকে। ১১ মার্চ ‘মানুষ বনাম মেশিন’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে জার্মানির টেবিল টেনিস খেলোয়াড় টিমো বোলের সঙ্গে প্রতিযোগিতায় দেখা যাবে এগিলাসকে।
টিমো হচ্ছেন জার্মানির টেবিল টেনিস চ্যাম্পিয়ন। বিশ্বের সেরা ১০ টেবিল টেনিস চ্যাম্পিয়ানের তালিকায়ও তিনি রয়েছেন অষ্টমে। বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, যখন প্রতিপক্ষ এগিলাসের দিকে বল ছুড়ে মারে তখন সেও পাকা খেলোয়াড়ের মতো তার পাশ থেকে বল পাঠিয়ে দেয় প্রতিপক্ষের কাছে। এভাবে এগিয়ে চলে খেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।