আমাদের কথা খুঁজে নিন

   

ভোটকেন্দ্র পরিদর্শনে মোজেনা

রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাচন পর্যকেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা। গতকাল সকাল ৯টার দিকে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়, বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় মোজেনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 'আমি একটি বৃহৎ পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে এখানে এসেছি। এখানে মন্তব্য করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সব পর্যবেক্ষক একসঙ্গে হয়েই মতামত জানাব।

' অন্যদিকে, বেলা ১১টার দিকে ড্যান মোজেনা রাজশাহী নগরীতে বরেন্দ্র জাদুঘরের সংস্কারকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, 'আমি বাংলাদেশের ৬৪ জেলার সব কটি ঘুরে দেখার আকাঙ্ক্ষায় সাতক্ষীরা থেকে সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবখানে ঘুরে বেড়িয়েছি। আমি যেখানেই যাই সবখানেই একই জিনিস দেখি। আমি দেখি যে এ দেশটি সত্যিকার অর্থে কতটা সমৃদ্ধ, কতটা আশীর্বাদপুষ্ট। আমি সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ দেখি।

আমি চমৎকার মানুষ দেখি, আর আমার মতে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। আর আমি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেখি। এখানকার মতো আর কোথাও এ ঐতিহ্যের এত নিদর্শন দেখা যায় না। এই বরেন্দ্র গবেষণা জাদুঘরে ২ হাজার বছরেরও পুরনো ঐতিহ্যের নিদর্শনের চিহ্ন পাওয়া যায়। বিশ্বব্যাপী অমূল্য হিসেবে আখ্যায়িত পুরাতাত্তি্বক বস্তুতে পরিপূর্ণ এ জাদুঘরটি একটি চমকপ্রদ স্থান।

' জাদুঘরের উন্নয়নে ৯৫ হাজার ডলার অনুদান প্রদানের কথা উল্লেখ করে মোজেনা বলেন, 'আমি গর্বিত যে জাতির অমূল্য ইতিহাসের নিরাপত্তা প্রদানে আমেরিকা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বরেন্দ্র গবেষণা জাদুঘরের মতো আর কোথাও এই অংশীদারিত্ব এতটা শক্তিশালী হয়নি যেখানে গত দশকব্যাপী কয়েকটি অনুদান পুরাতাত্তি্বক এই চমৎকার নিদর্শনগুলোর সংরক্ষণে সহায়তা প্রদান করেছে; যাতে মানুষ আরও বেশি করে এগুলো উপভোগ করতে পারে এবং এগুলো থেকে শিখতে পারে। ' অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জাদুঘরের বাহ্যিক সংস্কারকাজের জন্য তার তহবিল থেকে অতিরিক্ত আরও ৮৫ হাজার ডলার মূল্যমানের অনুদানের ঘোষণা দিয়ে বলেন, 'বাহ্যিক সংস্কারকাজের ভেতর আরও যে বিষয়গুলো থাকছে তা হলো, সীমানাপ্রাচীর, বিদ্যুৎ সরবরাহের স্থান, গার্ডরুম, টিকিট কাউন্টার, ভবনের বাইরের এলাকা এবং অভ্যন্তরীণ আঙিনার সংস্কার; যেখানে বৌদ্ধস্তূপ ও হস্তনির্মিত বস্তুগুলো রয়েছে। জাদুঘরটির সুরক্ষা ও একবিংশ শতাব্দীর মানে উন্নীত করার ক্ষেত্রে এ অনুদান সহায়তা করবে। ' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারোয়ার জাহান সজল, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর সুলতান আহমেদ ও প্রফেসর ইমেরিটাস এ বি এম হোসেন।

পরে ড্যান মোজেনা জাদুঘর ঘুরে দেখেন। এ সময় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার সঙ্গে ছিলেন। -নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.