বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখলের উৎসব চলছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে প্রথম দফার সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচনে সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা আগেই ছিল। এখন শুধু কমিশন চিঠি দিয়ে তাদের জানিয়ে দিয়েছেন। তবে তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়নি।
চতুর্থ দফা নির্বাচনে রাজশাহী বিভিন্ন উপজেলা, সিলেটের কানাইঘাট, ভোলার মনপুরা ও তমিজ উদ্দিন, গাজীপুরসহ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল ও কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।