ঝলমলিয়া মহাসড়ক পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান জানান, নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দপুর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ঢাকাগামী দেশ ট্রাভেলস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনার ছয় যাত্রী গুরুতর আহত হন।
“নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত পরিচয় (৩২) একজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান। এদের একজনের নাম মাসুদ আলম (৩২), অন্যজনের পরিচয় জানা যায়নি।”
লাশগুলো নাটোর সদর হাসপাতালে রয়েছে।
আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসাধীনরা বর্তমানে আশঙ্কা মুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।