নিখোঁজের ২৪ দিন পর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল খানকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
এর আগে ফয়সাল খানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল, ২৮ জানুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সাদা পোশাকের কিছু লোক ফয়সালকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মোজাম্মেল হক জানান, গতকাল ভোর ৪টার দিকে যশোর-মাগুরা সড়কের বালিয়াডাঙ্গায় রাস্তার ওপর কিছু লোককে দেখে র্যাবের একটি টহল দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে হাত-বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল খান হিসেবে নিজের পরিচয় দেন। র্যাব জানায়, ১৫ জানুয়ারি যশোর শহরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপনকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলার অন্যতম আসামি ফয়সাল খান। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।