আমাদের কথা খুঁজে নিন

   

২৪ ভারতীয় অভিযুক্ত

সিঙ্গাপুরে সহিংসতায় অংশ নেওয়ায় দেশটির কেঁৗসুলিরা ২৪ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পুলিশ এ কথা জানিয়েছে। সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় রবিবার বাসের ধাক্কায় একজন ভারতীয় নাগরিক নিহত হলে রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ৪০০ বিদেশি শ্রমিক রাস্তায় নামে এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে ৩৯ পুলিশ আহত হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা পুলিশের ১৬টিসহ ২৫টি গাড়িতে আগুন দেয়। উল্লেখ্য, দেশটিতে গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এ ধরনের সহিসংতার ঘটনা এ প্রথম। এদিকে যে বাসের চাপায় নির্মাণ শ্রমিক শক্তিভেল কুমারাভেলু (৩৩) নিহত হয়েছেন সে বাসের ড্রাইভারকে (৫৫) জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অবহেলার দায়ে তাকে গ্রেফতার করা হয়। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.