আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ দফা অবরোধে নিহত ১২২

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তাণ্ডবে পাঁচ দফা অবরোধ কর্মসূচি চলাকালে ১৮ দলীয় জোটের ১২২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি। গ্রেফতার করা হয় ১২ হাজারের বেশি নেতা-কর্মীকে। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি করেন।

২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকার ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেশে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন- এই তাণ্ডবে দেশের ১৬ কোটি নাগরিক আজ নিরাপত্তাহীন। গণতন্ত্র ও মানবাধিকার পদদলিত। অর্থনীতি বিধ্বস্ত। গোটা দেশ রক্তাক্ত। সর্বত্রই সংশয়, শঙ্কা বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.