আমাদের কথা খুঁজে নিন

   

সংসদের ২৯৭ আসনে আওয়ামী লীগ ২৩৩ জাপা ৩৪ স্বত&#

বৃহস্পতিবার পুনঃভোট হওয়া সাতটি আসনে গড়ে ভোট পড়েছে ৩৯ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে যশোর-৫ আসনে ৪৮ দশমিক ৪০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বগুড়া-৭ আসনে ৬ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া গাইবান্ধা-১ আসনে ৪৪ দশমিক ২৯ শতাংশ, গাইবান্ধা-৩ আসনে ৪০ দশমিক ৭১ শতাংশ, গাইবান্ধা-৪ আসনে ৪৬ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুর-৪ আসনে ৪৮ দশমিক ২৫ শতাংশ এবং লক্ষ্মীপুর-১ আসনে ৪০ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়ে। এর আগে ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোট পড়ে ৩৯ দশমিক ৮৩ শতাংশ।

২৯৭ আসনের ফলাফলে আ'লীগ ২৩৩, জাপা ৩৪, স্বতন্ত্র ১৫ : ইসি জানিয়েছে, পুনঃভোটসহ মোট ২৯৭ আসনে আওয়ামী লীগ ২৩৩, জাপা ৩৪, স্বতন্ত্র ১৫, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ (ইনু) ৫, তরীকত ফেডারেশন ২, জেপি ১ ও বিএনএফ ১টি আসন পেল।

উপজেলা নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক আজ : আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আজ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিকাল ৩টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, আগামী রবিবার মেয়াদোত্তীর্ণ এবং চলতি মাসে মেয়াদ শেষ হবে এমন উপজেলা নির্বাচনের তফসিলও দেওয়া হতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সচিব বা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.