আমাদের কথা খুঁজে নিন

   

বাগদাদে ফের বোমায় নিহত ৪২

ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড়শ জন। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গতকাল জানিয়েছে, শহরের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বিভিন্ন মার্কেট ও গাড়ি পার্কিংস্থলকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ১২টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে সদর সিটি জেলার একটি সবজি মার্কেটে হামলা চালানো হলে ৭ জন নিহত ও ৭৫ জন আহত হয়। অন্যদিকে রাজধানীর শিয়া অধ্যুষিত শুয়ালা এলাকায় নিহত হয় আরও ৬ জন। এ ছাড়া রাজধানী ও এর পাশর্্ববর্তী বিভিন্ন এলাকায় হামলায় বেশ কিছু লোকের হতাহতের খবর পাওয়া গেছে। গতকালের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করেছে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.