আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

শ্যামনগর থানার ওসি ছগির মিয়া জানান, শনিবার রাত ৩টার দিকে সুন্দরবন সংলগ্ন পাখিমারা এলাকায় এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ওসি জানান, আশরাফ বেশ কিছুদিন ধরেই তার বাহিনী নিয়ে সুন্দরবন এলাকায় দস্যুতা চালিয়ে আসছিলেন। তিনি একটি ডাকাতি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

এছাড়া দস্যুতা, অপহরণ, ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

ছগির মিয়া বলেন, “বনদস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশের একটি টহল দল পাখিমারা এলাকায় পৌঁছায়। এ সময় বনদস্যুরা পুলিশের দিকে গুলি শুরু করলে টহল দলও পাল্টা গুলি ছোড়ে।”

এক পর্যায়ে বনদস্যুরা সেখান থেকে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

এ ঘটনায় আহত এস আই আশরাফুল ইসলাম, কনস্টেবল মিলন দর্জি ও সলিমুল্লাহকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।   

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, কয়েকটি গুলি, হাতবোমা ও রামদা উদ্ধার করেছে বলে জানান ওসি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.