আমাদের কথা খুঁজে নিন

   

একজন লুল ও রূপসীর যোগসূত্র

রাজা

এই ফুলটার বাংলা নাম - রূপসী। স্থানীয় নামের মধ্যে Silver oak, Silk oak উল্লেখযোগ্য এর বৈজ্ঞানিক নাম Grevillea robusta এটি Proteaceae (Silver oak family) পরিবারের একটি উদ্ভিদ।

রূপসী শব্দের অর্থ জানাতে ব্লগার সাইমুম বলেছেন "সংস্স্কৃত ব্যাকরণ মতে রূপসী শব্দটি শুদ্ধ নয়। সংস্কৃতে রূপীয়সী শুদ্ধ। কিন্তু বাংলায় তা অপ্রচলিত।

সুন্দরী বা রূপবতী অর্থে বাংলায় রূপসী শব্দটি চালু রয়েছে (তোহ্মাক দেখিল রাধা অধিক রূপসী - শ্রীকৃষষ্ণকীর্তন)।

আগে 'রুপসী' শব্দটি চালু ছিল। জ্ঞানেন্দ্রমোহন দাস তাই শুরুতেই রুপসী শব্দটি রেখেছেন। তবে বর্তমানে রূপসীই চালু। বাংলায় একই অর্থে রূপসিনী শব্দটিও চালু রয়েছে (অলঙ আমার বাক্য শুন রূপসিনী - শীতলামগ্ঙ্গল)।

এটাও ব্যাকরণ দুষ্ট শব্দ। কিন্তু চলছে। এটাকে আর পাল্টানোর দরকারও নেই।

সংস্কৃতে 'রূপস' শব্দের অর্থ রূপবান, সুন্দর (স্বর্ণরৌপ্য ঘর সব দেখিতে রূপস - কৃত্তিবাস; পিতাপুত্রে দুয়ে আটি গজালে গাঁথিল পাটি, গড়ে ভিঙা দেখিতে রূপস - কবিকঙ্কন চণ্ডী)। এ রূপস থেকেই বাংলায় স্বীলিঙ্গে রূপসী শব্দটি এসেছে।

একই নিয়মে সুকেশী শব্দটি ব্যাকরণসম্মত হলেও মধুসূদন দত্ত তাঁর মেঘনাবধ কাব্যে 'সুকেশিনী' শব্দটি লিখেছেন। "

এতো গেলো রূপসী শব্দের পোষ্ট মর্টেম - তাতে আমরা বুঝলাম রমনী যার রূপ আছে সেই রূপসী।

প্রাচীন কলার বিশ্লেষনে চার প্রকার রূপসীর ধারনা পাওয়া যায় ..
১) পদ্মীনি
২) শঙ্খীনি
৩) হস্তীনি
৫) চিত্রাণী

পদ্মীনিঃ এই ধরণের রূপসী খুবই বিরল। তারা অতিসুন্দর, ধার্মিক, সহনশীলা, মাধূর্যময়ী, গোলাকার মুখমন্ডল ( অনেকটা দেবী ভোগ্যা বসুন্ধরা), সুহাসীনি, সুভাষীনি, চারুহাসিনী, স্থির, শান্ত সর্ব গুনে গুনবতী। তারা দেবীর মতো।

তাদের সৌন্দর্য্য পদ্মের মতো। তারা তাদের রূপে শত্রুদের বশ করতে পারে ।

শঙ্খীনি - এই ধরনের রূপসী রা সুন্দর, তারা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট। তারা হলো শঙ্খের ডাক(শব্দ)। তাদের দেহ সুষম, তাদের এনার্জী লেভেল হাই, তারা স্বাধীনচেতা।

তারা ভাঙ্গবে তবে মস্কাবে না টাইপ।

হস্তীনিঃ এরা মাধূর্যময়ী, স্বাস্থ্যবান কিছুটা মোটা, মমতাময়ী। যেকোন খাদ্যবস্তু তাদের পছন্দ তাই বলে পেটুক নয়। তারা কৌতুক পছন্দ করে। আনন্দই তাদের জীবনের শেষ লক্ষ্য।

তারা নিজেরা সিদ্ধান্ত নেয় না কিন্ত তোমার সিদ্ধান্তে নাক গলাতে সিদ্ধ হস্ত। তার শুরু করে না দিয়ে আর শেষ করে হ্যা দিয়ে।

চিত্রাণীঃ এরা সুকন্ঠী হয়, স্লীম ফিগারের অধিকারী হয়, এরা প্রথমে নিজেকে ভালবাসে এর পর অন্যকে। তারা মতি গতি ক্ষনে ক্ষনে বদল হয় অনেকটা ড্রেস চেঞ্জকরার মতো। সাজগোজের ব্যাপারে এরা সংবেদনশীল।

লিপিস্টিক ছাড়া এরা বেডরুমেও থাকে না।

অনেক কিছু শিইখ্যা ফালাইলাম - আসো কিছু অনুশীলন করি
নীচের ছবির রূপসীগন কে কোন গোত্রের?






 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.