দোহার উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সালাউদ্দিন মোল্লা। ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদার ভাই কামরুল হুদা।
এ ব্যাপারে সাবেক যোগাযোগ মন্ত্রী (বিএনপি সরকারের) ব্যারিষ্টার নাজমুল হুদা বলেন, দোহারে নাজমুল হুদার বিকল্প নেই। যে দলেরই হোক না কেন তার মনোনীত প্রার্থীই দোহারবাসীর পছন্দ। তিনি বলেন, সালাউদ্দিন মোল্লার জামানত শুধু বাজেয়াপ্তই হয়নি তাকে বিএনপি থেকে প্রার্থী মনোনীত করায় দোহারে বিএনপির ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।
এরপরও বিএনপিতে থাকবেন কিনা এই প্রশ্নের জবাবে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আমার নেতা জিয়াউর রহমান বলতেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ। তাই দেশের স্বার্থে কাজ করে যাব। সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে যুদ্ধ করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্যে বাংলাদেশের জনগণকে সংগঠিত করতে আমি সারা দেশে আমার বার্তা পৌঁছতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।
প্রসঙ্গত, দোহারে উপজেলা নির্বাচনে সালাউদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। তার পক্ষে প্রচারণা চালাতে নির্বাহী কমিটির সদস্য গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা উজ্জল ও ঢাকা জেলা সভাপতি আব্দুল মান্নানকে নির্বাচনী এলাকায় পাঠানো হয়। অপরদিকে নাজমুল হুদা তার ভাই কামরুল হুদাকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করার জন্য দাড় করান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।