টাঙ্গাইল-৮ (সখীপুর বাসাইল) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ আবু সাঈদ আজাদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল মালেক মিঞা। জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় পার্টির (এরশাদ) কাজী আশরাফ সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা আজ উপজেলা নিবাচন অফিসার হাবিবা আখতারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন জমাদান শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদ এক ভোটও যদি বেশি পায় তবে মনে করতে হবে সখীপুরের উপ-নির্বাচনে শেখ হাসিনা হেরে গেছে।
এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।