আমাদের কথা খুঁজে নিন

   

বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনায় গ্রেপ্তার

গ্রেপ্তার ডাচ নাগরিক নেদারল্যান্ডসের হোস্টিং ফার্ম সাইবারবাংকারের ব্যবস্থাপক স্ভেন কাম্ফিয়াস বলে সন্দেহ করছে পুলিশ। মার্চ মাসের শেষ দিকে স্প্যাম ফিল্টার প্রতিষ্ঠান স্প্যামহসের উপর সাইবার আক্রমণ চালিয়েছিল সাইবারবাংকার। বিবিসি এবং গার্ডিয়ানের মতো একাধিক প্রভাবশালী বার্তা সংস্থা এই ঘটনাকে ‘বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণ’ বলে জানিয়েছিল।
মার্চের শেষের দিকেই স্প্যামহসের উপর ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস আক্রমণ শুরু করেছিল সাইবারবাংকার। ডিডিওএস আক্রমণের সময় প্রচুর ডেটা পাঠিয়ে প্রতিপক্ষের সার্ভার এবং ওয়েবসাইট ক্র্যাশ করার চেষ্টা করে হ্যাকাররা। এ ধরনের আক্রমণের সময় পাঠানো ডেটা সাধারণত প্রতি সেকেন্ডে গড়ে ৫০ গিগাবাইট হলেও, স্প্যাসহসের উপর সাইবারবাংকারের আক্রমণের সময় তা প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট ছাড়িয়ে গিয়েছিল।
স্প্যামহসে সাইবার আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাম্ফিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেদারল্যান্ডসের এক সরকারি আইনজীবী। দ্রুত কাম্ফিয়াসকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.