আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের কি অসাধারণ ব্যবহার? কুতুববাগ দরবার শরীফ-আর কত?

আমি পৃথিবী ও জীবনকে ভালোবাসি

মানুষের বিশ্বাস অর্জনের সবচেয়ে মোক্ষম হাতিয়ার ধর্ম। ধর্মের বর্মে নিজেকে মিশিয়ে বহু মানুষ করে চলেছে ভন্ডামির নীচ জঘন্য খেলা। এদের মধ্যেই একজন কুতুববাগ দরবার শরীফের ভণ্ড পীর জাকের শাহ্‌।

প্রশাসনের সরাসরি মদদে ফার্মগেটে সাম্রাজ্য গড়ে তুলেছেন এ ভন্ডপীর। তার ভাষ্যমতে বিএনপি,জামায়াত,জাতীয় পার্টি,আওয়ামীলীগের বড় বড় নেতারা তার মুরিদ।

তাদের প্রভাব খাটিয়ে করে চলেছেন ক্রমাগত অনৈতিক কাজকর্ম। সারাজীবন আকণ্ঠ দুর্নীতি ও পাপাচারে লিপ্ত থেকে কিছু মূর্খ শেষ জীবনে বেহেস্ত প্রাপ্তির আশায় আশ্রয় নেন এসব ভণ্ডদের কাছে।

ভণ্ডপীর বানিয়েছেন দশতলা আলিশান বাড়ি,চড়েন কোটি টাকার গাড়িতে। অথচ পার্থিব জগতের সকল মোহ মায়া ত্যাগ করেই যুগে যুগে পীর ফকিরগণ বিলাশহীন জীবন যাপন করেছিলেন। ধর্মের নামে মানুষের বিশ্বাস নিয়ে আর কতকাল খেলা করবেন এ ভন্ডপীরেরা?

কুতুববাগ দরবার শরীফে প্রবেশ মাত্রই হাতে ধরিয়ে দেওয়া হয় 'মুরিদের আদব' নামের একটি বই।

পীরের কাছে আসার সময় খালি হাতে আসা নিষেধ,পীরের কোন কাজে সন্দেহ প্রকাশ করা যাবে না,কিছুদিনের জন্য জান-মাল দিয়ে পীরের খেদমত করতে হবে,পীরের ছায়ায় কোনক্রমেই পা দেওয়া যাবে না-এসব হচ্ছে পীরের আদবের সারবস্তু।

কিছুদিন পূর্বে একুশে টেলিভিশনের সাংবাদিক তানভির এ ভন্ডামির রহস্য উন্মোচন করতে গেলে শারীরিকভাবে লাঞ্ছিত হন। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা,টেপ রেকর্ডার।

আসুন,এ ভন্ডপীরদের সামাজিক ভাবে প্রতিহত করি। যদি তাদের প্রতিহত করতে না পারি,তাহলে এদের শক্তি দিনে দিনে অসুরের শক্তিতে পরিণত হবে।



আপনার চারপাশে ছড়িয়ে থাকা এসব ভন্ডপীরদের ভণ্ডামি মিডিয়াই প্রকাশ করতে চাইলে যোগাযোগ করুন-
০১৯১৭-০১৬৮৯৭
বিবেকের কাছে প্রশ্ন
এটিএন বাংলা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.