অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সাড়ে ১০টায় দুদকে আসেন সাতক্ষীরা-৩ আসনের তিনি। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে দুদকের পঞ্চম তলায় ‘ভিআইপি রুম’-এ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
তলবের আগেই দুদক রুহুল হক ও তার স্ত্রী ইলা হকের সম্পদের হিসাব চেয়ে এনবিআর, ভূমি অফিস ছাড়াও রাজউক, রিহ্যাব, বিআরটিএ, জেলা রেজিস্ট্রার (ঢাকা, খুলনা, সাতক্ষীরা) অফিসে তথ্য চেয়ে নোটিশ দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।