আমাদের কথা খুঁজে নিন

   

একটি অতিরঞ্জিতহীন রচনাঃ সুরঞ্জিত বাবু,বালিশ দোবো...???

দুঃখের জল,করে ছল-ছল... মনটা ভীষন খারাপ। অফিসে কাজের চাপ, বাসায় পড়ালেখার চাপ। পত্রিকা খুললে সরকারি দলের উপর বিরোধীদলের আন্দোলনের ফাকা চাপ,বিরোধীদলের শীষ্র নেতা দের জেলে আটকে রেখে দমনের চাপ,সাংবাদিক ও আইন জীবিদের উপর পুলিশি নির্যাতনের চাপ, ব্লা ব্লা...। সরকারি চাপ বিরোধীদলের উপর হরহামেশা হলেও তাতে তারা নাখোশ হয়ে বিচার বিভাগ ও তার পেয়ারে বিচারপতি জনাব চোধুরী, স্যার আবু সায়ীদ কে নিয়ে সমালোচনার নতুন চাপ শুরু হয়েছে। এই চোধুরী সাহেব বহু বিতর্কিত কিংবা আলোচিত রায় বা পিটিশন দিলেও কেবলমাত্র নিজেদের লেজে পারা পরেছে কিংবা পরেছে বলে ধারনা করে জনাব চোধুরীকে পদত্যাগ করতে বলেছেন কালো বেড়াল সুরঞ্জিত, শেখ সেলিম ও অন্যান্য সভাসদগন।

আমাদের সভাসদগনের খেয়ে দেয়ে আর কোন কাজ নেই তো, বা দেশে কোন সমস্যা নেইতো, তাই জনগনের টাকায় সংসদে দাঁড়িয়ে এমন বাহাস করতে পারে। সবচেয়ে বলিহারি যাই,সুরঞ্জিত বাবুর এমন উচ্চকণ্ঠএর এমন নীতিবাক্য শুনে। একটা চোরের এতো বড় গলা শুনলে ভীষন অবাক হতে হয়। লজ্জাও লাগে। উনার আসলে এই মুহূর্তে একটা বালিশ দরকার...।

উনার ছুটির প্রয়োজন সাথে এক্তু ঘুমও দরকার। কি দাদা,বালিশ দোবো...? (তবে আমার নিজের ঘুমের চাপ থাকায়,লেখা টা চেপে ছোট করলাম। তা না হলে আরও কিছু বলতে চেয়েছিলাম। সর্যিা...। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.