শান্তি n Sharing ... ছোট থাকতে মাকে অনেক বিরক্ত করেছি খাওয়া দাওয়া নিয়ে। তখন বুঝিনি রান্না করা কত কষ্ট। আমি তো শুধু আবদার করেই গেছি আর দোষ খুজেছি।
মুখ দিয়ে একবার করি নাই রান্নার সুনা্ম ।
কিন্তু ঢাকার এই প্রবাসজীবনে রান্নার সব দায়িত্ব খালার উপরে থাকায় চোখ মুখ নাক বন্ধ করে খাওয়ার নিয়ম শিখে নিয়েছি।
আর প্রতি মাসে খালার নিয়ম মাফিক সাপ্তাহিক ছুটির কারণে চেষ্টা করতে করতে অন্তত খালার চেয়েও ভালো রান্না শিখেছি।
এখন আমি উপলব্ধি করি, আমার মা কত কষ্ট করতেন। একবেলা রান্না করতে আমাদের কত সমস্যা কত আক্ষেপ। আর তিনি তো প্রতিটি মুহূর্তই কত পরিশ্রম করে গেছেন।
ধন্যবাদ খালা, শুধুমাত্র আপনার কারনেই আজ আমার মার কষ্ট উপলব্ধি করতে পারছি।
তোমায় অনেক ভালবাসি মা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।