আমাদের কথা খুঁজে নিন

   

জেএমবি'র রাকিব ক্রসফায়ারে মারা যায়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জেএমবির সদস্য রাকিব হাসান ক্রসফায়ারে মারা যায়নি। দুর্ধর্ষ জঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার পর পুলিশ গ্রেফতার করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যানুযায়ী পলাতক অন্য জঙ্গীদের গ্রেফতার করতে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় জঙ্গীরা অস্ত্রসহ ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়ে আবার রাকিব হাসানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় জঙ্গীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ হয়।

এতে জঙ্গী রাকিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

মন্ত্রী আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গী, সন্ত্রাসীদের মোকাবেলায় আমরা পুলিশ বিভাগকে আধুনিকায়ন করার কাজ করছি। আমরা পুলিশদের উন্নতমানের প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র দেয়ার চিন্তাভাবনা করছি।

এ সময় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.