খাল দখলের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউপির আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা হলেন, খোরশেদ আলম, জজু মিয়া, হাফিজুর রহমান, রুহুল আমিন, চান্দু মিয়া, আবুল হাশেম, জয়নাল আবেদীন ও আবদুল জলিল। গতকাল সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। ভূমি সহকারী কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের পাশে ব্রাহ্মণপাড়া এলাকায় সরকারি খাল স্থানীয় লোকজন ভরাট করে ফেলে।
এতে ওই এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে। খাল দখলমুক্ত করতে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক ইয়াহিয়া বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।