আমাদের কথা খুঁজে নিন

   

পলাতক জঙ্গিদের জন্য ভারতে সতর্কতা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “আমাদের গোয়েন্দারা বলছেন, বাংলাদেশ থেকে তারা পালিয়ে ভারতে আসতে পারে। ময়মনসিংহ থেকে মেঘালয় দূরে নয়, কাজেই সেদিক দিয়ে সীমান্ত পেরিয়ে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার চেষ্টা করতে পারে, যেখানে তাদের কিছু সহযোগী রয়েছে বলে ধারণা করা হয়। ”

তবে ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে চাননি।

তিনি বলেন, জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিএসএফ ও পুলিশকে সম্ভাব্য সব ব্যবস্থাই নিতে হবে।  

রোববার সকালে ময়মনসিংয়ের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে পুলিশ হত্যা করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়।

পালানোর পথে ওইদিনই মির্জাপুরে গ্রেপ্তার হন রাকিবুল হাসান। রোববার শেষরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।

ঘটনার ৭২ ঘণ্টা পরও পলাতক বাকি দুই জঙ্গির কোনো খোঁজ পায়নি পুলিশ বিভাগ, যদিও তাদের ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা রয়েছে।

এদের মধ্যে সালাউদ্দিন সালেহীন মৃত্যুদণ্ড ও বোমা মিজান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “তারা জেএমবির অন্যতম শীর্ষ নেতা।

তাদের নিয়ে বাংলাদেশ ও ভারত- দুই দেশেরই মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। ” 

ইতোমধ্যে সালেহীন ও মিজানের আগের আলোকচিত্র এবং সম্ভাব্য ছদ্মবেশের ছবি বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।