বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোতাহের আখন্দ গ্লিটজকে জানান, এদিন বিকাল ৪টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে উৎসবের উদ্বোধন করবেন নাট্যাভিনেত্রী ও নির্দেশক লাকী ইনাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভায় অংশগ্রহণ করবেন নাট্যাভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান এবং সাংবাদিক আবু সাঈদ খান।
আলোচনা অনুষ্ঠানের পর শুরু হবে নাটকের মঞ্চায়ন।
এবারের উৎসবে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের ১৩টি জেলা শাখার নাটক মঞ্চস্থ হবে। এ জেলাগুলো হল ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা।
এ উৎসবে অংশ নিচ্ছে আরণ্যক, প্রাচ্যনাট, সুবচন, বুয়েট ড্রামা সোসাইটি, নাট্যধারা ও জাহাঙ্গীরনগর থিয়েটার। ঢাকার বাইরে থেকে চট্টগ্রামের ইয়েস ও উৎস নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে।
মোতাহের আখন্দ জানান, জেলা শাখার নাটকগুলোতে মানবাধিকারবিষয়ক নানা ইস্যু ছাড়াও যুদ্ধাপরাধীদের প্রতি তীব্র ঘৃণা ফুটে উঠবে। ‘একমুখী এক মানের শিক্ষাব্যবস্থা’ শিরোনামে বেশকটি নাটকও মঞ্চস্থ করবে তারা।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
উৎসব উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ। এদিন বিকাল ৪টায় শুরু হবে উৎসব।
উৎসবের সমাপনী দিনে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অভিনেতা ইনামুল হককে সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন মোতাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সন্তান মেঘনাগুহ ঠাকুরতা ও শাহীন রেজা নূর।
‘মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নাটক’ শিরোনামে ১৯৯৮ সালে কুষ্টিয়ার হাটুসহরিপুরে যাত্রা শুরু করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ।
এরপর তারা দেশব্যাপী সংগঠনের কার্যক্রম বিস্তৃত করে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে, পরে উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনের শাখা খোলে তারা। ইউনিয়ন পর্যায়ের দলগুলো প্রথমে আইনশৃক্সখলা ও মানবাধিকার ইস্যুতে নাটক নির্মাণ শুরু করে। তাদের সেসব নাটক নিয়ে ১৯৯৯ সালে বাংলাদেশ শিশু একাডেমিতে প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার নাট্যোৎসবের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ।
এর দীর্ঘদিন পর ২০০৮ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় মানবাধিকার নাট্যোৎসব।
এরপর থেকে নিয়মিত এ উৎসবের আয়োজন করছে তারা। জেলা শাখাগুলো প্রতিবছর জেলা মানবাধিকার নাট্যোৎসবের আয়োজন করেছে ।
এ পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার সংস্থার ১২০ নাটকের ৮৬০টি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।