আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে একজনের মৃত্যু ৭ ঘর দুই অফিস ছাই

রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে মঙ্গলবার রাতে অগি্নদগ্ধ হয়ে সনতারা চাকমা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। নিহত সনতারা স্থানীয় গ্রাম প্রধান হৃদয় কুণ্ডুর স্ত্রী। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আশপাশের সাতটি ঘর ও দুটি অফিস। জানা গেছে, গভীর রাতে নিহত সনতারা চাকমার বসতঘর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে লেলিহান শিখা আশপাশের ঘর ও অফিসভবনে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা স্থায়ী এ আগুনে পুড়ে যায় সাতটি বসত ঘরসহ তুলা উন্নয়ন বোর্ডের একটি অফিস ও মৈদং ইউপির অস্থায়ী কার্যালয়।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগি্নকাণ্ড : কঙ্বাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগি্নকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউপির লেদা অনিরেজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্প বাজারে এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.