রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে মঙ্গলবার রাতে অগি্নদগ্ধ হয়ে সনতারা চাকমা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। নিহত সনতারা স্থানীয় গ্রাম প্রধান হৃদয় কুণ্ডুর স্ত্রী। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আশপাশের সাতটি ঘর ও দুটি অফিস। জানা গেছে, গভীর রাতে নিহত সনতারা চাকমার বসতঘর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে লেলিহান শিখা আশপাশের ঘর ও অফিসভবনে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা স্থায়ী এ আগুনে পুড়ে যায় সাতটি বসত ঘরসহ তুলা উন্নয়ন বোর্ডের একটি অফিস ও মৈদং ইউপির অস্থায়ী কার্যালয়।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগি্নকাণ্ড : কঙ্বাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগি্নকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউপির লেদা অনিরেজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্প বাজারে এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।