আমাদের কথা খুঁজে নিন

   

এখনো জয়ের স্বপ্ন কিউইদের

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের স্বপ্নে বিভোর নিউজিল্যান্ড। ইতোমধ্যে ম্যাচের তিন দিন শেষ হলেও কোনো দলই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নামতে পারেনি। অলৌকিক কিছু না ঘটলে 'ড্র'ই হচ্ছে এ ম্যাচের শেষ পরিণতি। তারপরও 'ড্র' সম্ভাবনাকে তুচ্ছ করে জয়ের আশায় বুক বাঁধছেন ব্রেন্ডন ম্যাককালামরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কিউই ওপেনার হামিশ রাদারফোর্ড বলেন, 'এখনো এ ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আমরা এ সুযোগ কাজে লাগিয়ে জেতার চেষ্টা করব।'

৮৯ রানে এগিয়ে থাকা কিউইরা বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে। তবে এটাকে ম্যাচ জয়ের মোক্ষম সুযোগ আখ্যা দিয়ে রাদারফোর্ড বলেন, 'তৃতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে আছি। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশের শেষ তিনটি উইকেট তুলে নিয়ে কম রানে ইনিংস গুঁড়িয়ে দিতে চায় তাদের।' ম্যাচ জয়ী হতে ব্যাটিং-বোলিংয়ের সমন্বয়ে অসাধারণ কিছু করতে চায় কিউইরা। দ্রুত উইকেট তুলে নিয়ে, দ্বিতীয় ইনিংসে রানের গতিও দ্রুত করতে চায় সফরকারীরা। চতুর্থ দিনের পরিকল্পনা নিয়ে রাদারফোর্ড বলেন, 'সকালে বাংলাদেশের শেষ উইকেটগুলো তুলে নিয়ে, আমাদের দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে হবে। আশা করছি এটা আমাদের পক্ষে সম্ভব।'

গত তিন দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলেছে। কার্যত বোলারদের জন্য কিছুই ছিল না এ উইকেটে। তারপরও রাদারফোর্ড মনে করেন এ ম্যাচের বাংলাদেশের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা কিউই বোলারদের রয়েছে। এ ভেন্যুর নতুন উইকেটের চতুর্থ দিনের সম্ভাব্য আচরণ নিয়ে তিনি বলেন, 'ইতোমধ্যে উইকেটে স্পিনাররা সুবিধা পাওয়া শুরু করেছে। উইকেট যেভাবে ভাঙছে তাতে চতুর্থ দিনে স্পিনাররা টার্ন পাবে।' নিজ দলের তিন স্পিনারের বিষয়ে রাদারফোর্ডের মন্তব্য, তারা খুবই ভালো বোলার। ম্যাচে তারা ভালো বল করেও অপ্রত্যাশিতভাবে উইকেট পায়নি। আশা করছি ৪র্থ ইনিংসে তারা নামের প্রতি সুবিচার করবে। জীবনের অন্যতম সেরা ১৮১ রান করে এ ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন মমিনুল। এ টাইগারের ইনিংসের মূল্যায়ন করে রাদারফোর্ড বলেন, 'অসাধারণ ইনিংস খেলেছে বাংলাদেশি ওই তরুণ। সুযোগ ছিল এটিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করার। কিন্তু তার দুর্ভাগ্য, এটা করতে পারেননি তিনি।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.