ফেনী ও বগুড়ায় চালক, কিশোরগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ফেনী : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে একটি প্রাইভেটকারের ভেতর থেকে এনামুল হক স্বপন নামে এক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে হত্যা করে লাশ গুমের চেষ্টাকালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে তারা লাশ রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সকালে পুলিশ গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। বগুড়া : সদর গোকুল এলাকায় করতোয়া নদী থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক ইনছান আলীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে বগুড়া সদর থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইনছান আলী বগুড়ার শিবগঞ্জ থানার আমতলী বড়বাজার এলাকার রেজাউল করিমের ছেলে।
কিশোরগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ : কিশোরগঞ্জের করিমগঞ্জে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া গ্রামসংলগ্ন ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই তরুণীর নাকে-মুখে রক্তক্ষরণের আলামত ছিল। গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জের ধরে স্বামী শরবেশ আলী তার স্ত্রী মোছা. শাহিদাকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ইশাবাশা গ্রামের শরবেশ আলীর স্ত্রী।
বুধবার রাত ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।