আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে চারজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

লক্ষ্মীপুরে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহানুভূতি করায় মুক্তিকামী মানুষ হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগসহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লক্ষ্মীপুরে পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল দুপুরে সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ছেলে মো. রায়হান ও একই উপজেলার বিনোদধর্মপুর গ্রামের মৃত অলিউল্লার ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সফিক উল্লাহ এ দুটি মামলা করেন। আদালতের বিচারক মেহের নিগার সূচনা মামলা দুটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের মৃত জবি উল্লার ছেলে আবদুল্লাহ ও আবদুল ওহাব  এবং একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আবদুর ছাত্তার ও আবদুল গফ্ফার ১৯৭১ সালে রাজাকার বাহিনীতে যোগ দেন। ওই সময়ে তারা এলাকার মুক্তিকামী নিরীহ মানুষদের খুন ও নির্যাতন চালিয়েছেন।

তাদের হাতে সদর উপজেলার শহর কসবা গ্রামের সংখ্যালঘু কানুকর্তা সুর, আইয়ুব আলী, আবদুল গফুর, আবু তাহের মাঝি, তৈয়বার নেছা, মহিফুলের নেছাসহ ৬ জন খুন হন বলে অভিযোগ করা হয়। একই সময় জান্নাদের বাড়ি, বদ্দি হাজী বাড়িতে অগ্নিসংযোগ ও মামলার বাদীকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার অভিযোগ আনা হয় এ মামলাটিতে। এদিকে ওইদিন একই আদালতে অপর একটি মামলায় ওই অভিযুক্তদের বিরুদ্ধে সদর উপজেলার বিনোদধর্মপুর গ্রামে সফি উল্লাহকে গুলি করে হত্যা ও বাদীর পিতা মোস্তাফিজুর রহমানকে মারধর করার অভিযোগ আনা হয়। এ দুটি মামলায় নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষী করা হয়েছে। বাদীদের পক্ষের আইনজীবী মো. রফিক উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাগুলো আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.