আমাদের কথা খুঁজে নিন

   

'মৃত্যুর পরে মনে রাখবে মানুষ'

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, জনগণের মুখে হাসি ফোটাতে এমন ভাবে কাজ করে যেতে চাই যেন মৃত্যুর পর সবাই চোখের পানি ফেলে দোয়া করে। আর ভালবেসে স্মরণ করে। বারবার স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলি। তাই আমার ওপর যত বিপদ আসে। মা ভাষা সৈনিক, বাবা মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক আওয়ামীলীগের সংগঠক ও ভাই মুক্তিযোদ্ধা। তাই যত হামলা-ই হোক দেশের স্বাধীনতা শক্তির পক্ষেই কথা বলে শহীদ হতে প্রস্তুত আছি। তবে ঘরের শক্র বিভীষন থেকে সাবধান থাকবেন।

তিনি আজ বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে প্রয়াত জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও জাতীয় কমিটির সদস্য মফিজুল ইসলাম স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শামীম ওসমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ নেতা মোহর আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, চন্দন শীল, নূর হোসেন, ইসরাত জাহান স্মৃতি, এহসানুল হক নীপু প্রমুখ। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.