বাংলা একাডেমীর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত খেকে বেশ ভালো লাগল, শীতার্ত সময়ে অনেকের উষ্ণ সাহচর্য পেলাম, মনটা ভরে গেল ! দিনটার জন্য অপেক্ষায় থাকি, কবে দিনটি আসে! ঢাকা ও ঢাকার বাইরের অনেকের সাথে দেখা হলো, অনেকে আমার প্রিয়মুখ-প্রিয় স্বজন, তাঁদের সান্নিধ্য আমার মস্তিষ্কের নিউরণে কী এক অনুরণন তৈরি করেছে, যা এক ভালো লাগার স্বপ্নছোঁয়া অন্যরকমের স্পর্শমান অনুভুতি ! এটা সাধারণ সভা হিসেবে যতটা, তার চেয়ে অনেক বেশি প্রাণের সম্মিলন ! কুশল বিনিময়, আড্ডা, একসঙ্গে চা খাওয়া-দুপুরের আহার ও প্রিয়মুখ দেখে ছুটে গিয়ে পাশে দাঁড়ানো ! এবারের আয়োজন আগের বছরগুলোর চেয়ে সুশৃংখল হয়েছে,দৃষ্টিনন্দন ব্যাগ,সুন্দর ক্যালেন্ডার অন্যান্য উপকরণের সাথে পেয়ে অনেকে আনন্দিত। সাজানো দেখে উৎসব উৎসব মনে হয়েছে। বাংলা একাডেমীর সংশ্লিষ্টজনেরা এজন্য ধন্যবাদ পেতে পারেন। সবমিলে মিলে প্রাণছোঁয়া ও প্রাণ-জাগানো সম্মিলন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।