আমাদের কথা খুঁজে নিন

   

কারমাইকেল কলেজের শিক্ষককে কুপিয়ে যখমের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী

স্বপ্নের আকাশে খুঁজি আমার অধরা স্বপ্ন ..........

রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক অধ্যাপক ড. সাহেদুজ্জামানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে শিক্ষক পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়েছে।

রবিবার শিক্ষক পরিষদের এক সভায় সোমবার (০৩/০৩/১৪) কারমাইকেল কলেজ ক্যাম্পাসে দুপুর ১টায় মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর স্বীদ্ধান্ত নেয়া হয়েছে।

কারমাইকেল কলেজের সকল শিক্ষার্থীদের এ কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক দীলিপ রায় জানান, ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে ড. সাহেদুজ্জামান শুক্রবার দুপুরে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত একটার দিকে বাস থেকে রংপুর মর্ডান মোড়ে নামেন। পথে নগরীর লালবাগ চারতলা মোড়ে পৌঁছালে ৭-৮ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে রামদা দিয়ে কোপানো হয়।

তার চিত্কারে লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ জানায়, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.