আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্কের ঝড় উঠেছিল কারমাইকেল ক্যাম্পাসে বিভাগীয় বিতর্ক কর্মশালা ও উৎসব - সজিব তৗহিদ

I am waiting for someone and I know she will ever come. রংপুর কারমাইকেল কলেজে প্রথম বারের মত শেষ হয়ে গেল বর্ণাঢ্য আয়োজনে দুই দিন ব্যাপি রংপুর বিভাগীয় বিতর্ক কর্মশালা ও উৎসব’১২ । গত ২২ ও ২৩ ডিসেম্বর কলেজের অন্যতম সংগঠন বিতর্ক পরিষদের আয়্জেনে এতে রংপুর বিভাগের প্রায় ৩০ টি প্রতিষ্ঠানের ৪০০ শতাধিক শিক্ষার্থী আংশগ্রহণ করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, পঞ্চগর সরকারি কলেজ, কড়িগ্রাম সরকারি কলেজ, কাউনিয়ার হারাগাছ ডিগ্রী কলেজ, বড়–য়াহাট বিএম কলেজসহ ৮ জেলার আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্বত: স্ফ’তভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মশালা ও উৎসবে যোগদান করেন। দেশ বরেণ্য সাহিত্যক, সাংবাদিক ,কলামিস্ট, রেডিও ও টেলিভিশন সংবাদ উপস্থাপক আগত শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন । অন্যান্যের মধ্যে প্রশিক্ষক ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, দৈনিক বাহের সংবাদের সহকারি সম্পাদক মো: আনওয়ারুল ইসলাম রাজু, কলামিস্ট ও শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, এবং রেডিও ও টেলিভিশন সংবাদ উপস্থাপক জোবায়েদ হোসেন পলাশ।

দুই দিনের এই কার্যক্রমে প্রশিক্ষকরা বিতর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিতর্ক কিভাবে ব্যক্তিজীবন থেকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রভাব ফেলে তার গরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিতর্ক কিভাবে মানুষকে যৌক্তিক ও বিজ্ঞান মনষ্ক হিসেবে গড়ে তুলে এবং সুন্দর ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, জুটি বিতর্ক, আদালত বিতর্ক, রম্য বিতর্ক, ভূতরে বা প্লানচেট বিতর্কসহ বিভন্ন ধাঁচের মডেল বিতর্ক পরিবেশন করা হয়। সবচেয়ে মজার বিষয় বারোয়ারি বিতর্ক “ আমরা যদি না জাগি মা....” এই শিরোনামে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে নিজস্ব বক্তব্য উপস্থাপন।

শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে যেন বিতর্কের ঝড় উঠেছিল। সেই ঝড়ে ‘বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হয় সন্দর’। সমগ্র আয়োজনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিতর্ক পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার রায় এবং তাকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করে অনুষ্ঠান সফল করেছেন শিয়াবুজ্জামান চঞ্চল, মমিনুল, জাফরিন, রুবি, শাহজালাল, ফিরোজ, রাকিবুল, সুজন, রেজাউল, আবু আলী, জীবনসহ আরো অনেকে। সমাপনী দিনে কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ মো: মোকছেল আলী বিতর্ক পরিষদের এমন বৃহৎ আয়োজনকে উত্তরাঞ্চলের মাইলফলক হিসেবে উল্লেখ করে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন ও সাধুবাদ জানান। সবশেষে বিতর্ক পরিষদের মুখ্য সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ এমন একটি সফল অনুষ্ঠান সু-সম্পন্ন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই দিন ব্যাপি অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন সাধন মহন্ত, তাজমিন নাহার তিথি এবং অনন্যা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.