আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গি ছিনতাই: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ আহমেদ রোববার সাংবাদিকদের বলেন,“প্রতিবেদন পেয়েছি, তবে এতে কী লেখা রয়েছে, তা আমি পড়িনি। ”

গত ২৩ ফেব্রুয়ারির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এই তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরীও প্রতিবেদনের বিষয়ে মুখ খোলেননি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু বলব না। ”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত চার সদস্যের এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-

ডিআইজি (ঢাকা রেঞ্জ) এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি প্রিজন (সদর দপ্তর) টিপু সুলতান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব খায়রুল কবির মেনন।

গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে নজিরবিহীন এক ঘটনায় তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর এই কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সেদিন তিন জেএমবি জঙ্গিকে একটি মামলায় হাজির করতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়া হচ্ছিল।

পথে ত্রিশালে দুটি গাড়িতে এসে সংঘবদ্ধ একটি দল পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।

পালিয়ে যাওয়া জঙ্গিরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।

এর মধ্যে রাকিবুল কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলে ধরা পড়েন এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।  

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

জঙ্গিদের ছিনিয়ে ছিনিয়ে নেয়ার সময় হামলায় কনস্টেবল আতিকুল ইসলাম (৩০) নিহত হওয়া ছাড়াও দুই পুলিশ সদস্য আহত হন।

একজন ধরা পড়লেও পলাতক বাকি দুই জঙ্গিসহ পুলিশের গাড়িতে হামলাকারীরা যাতে পালাতে না পারে, সেজন্য সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

দুই জঙ্গিকে ধরিয়ে দিতে ইতোমধ্যে ৫ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.