পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ে বিশেষ মার্কিন দূত জেমস ড্যাবিনজ ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবিত নিরাপত্তা চুক্তিতে সই করার বিষয়টি পিছিয়ে দেওয়ার ব্যাপারে কাবুলকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট কারজাই যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে সই না করে তাহলে আফগানিস্তানকে মার্কিন সামরিক ও অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। বিশেষ এই দূত ওয়াশিংটনে মার্কিন শান্তি বিষয়ক সংস্থার এক বৈঠকে দাবি করেছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই যদি নিরাপত্তা চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানায় তাহলে সেদেশে সহিংসতা বাড়বে এবং ভৌগোলিক অখণ্ডতাও হুমকির মুখে পড়বে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা চুক্তিতে সই করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকি নতুন কিছু নয়। চুক্তিতে সই করানোর জন্য গত কয়েক মাস ধরে আফগান সরকারের ওপর নানাভাবে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।