এক রহস্যের জলসায় দিয়েছিলে সুরার গেলাস
আলো-আঁধারের ভেতর তুমি কেমন ফুটছিলে
আলোর ঝলকায় দেখেছি তোমার বুকে রঙিন তাস
তুমি নিবিড় কাছে ডেকেছিলে।
ঢাকনা খুলতেই ঘ্রাণে মলয় মেতেছিলো
সুন্দরের উষ্ণতায় চারপাশ ম ম করছিলো
শিশুর মুখে দুধের বাঁট ভেসেছিলো
অন্তরের সুন্দরে কে ডেকে ডেকে ফিরছিলো।
চোখের বৃত্ত থেকে নীল ফড়িং উড়ছিলো
কামনার শ্বাসে বাতাসে এসেছিলো অাবহমান ধ্বনির ব্যঞ্জনা
কেমন সুন্দর তুমি আমার অঞ্জনা
কানে কানে কে কথা কইছিলো।
আঁধারের জলে নগ্নসুন্দর তুমি ঝাঁপ দিয়েছিলে
মিশে গিয়েছিলাম তোমার অথই নীলে।
০৪.০৩.২০১৪
[আঁধারের জলে নগ্নসুন্দর তুমি ঝাঁপ দিয়েছিলে //
শাফিক আফতাব //]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।