প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এবং গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ আহ্বানের পরিপ্রেক্ষিতে সুস্পষ্ট প্রতিশ্রুতি না দিলেও মিয়ানমারের প্রেসিডেন্ট বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার সফরে গিয়েছিলেন বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের এই অর্থনৈতিক জোট গঠিত হয় ১৯৯৭ সালে। প্রথম শীর্ষ সম্মেলন হয় ব্যাংককে ২০০৪ সালে। ২০০৮ সালে নয়াদিলি্লতে হয় দ্বিতীয় শীর্ষ সম্মেলন। গতকাল মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হয় তৃতীয় শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলন উপলক্ষে মিয়ানমার সফরে গেলেও দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই ছিল এ সফরের অলিখিত উদ্দেশ্য। মিয়ানমারের প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাওয়া না গেলেও আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও কথা হয় দ্বিপাক্ষিক বৈঠকে। বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ রাজি হলে ভারত মিয়ানমার থাইল্যান্ড কানেক্টিভিটির সঙ্গে যোগ দিতে পারে। প্রধানমন্ত্রী এ ধরনের সড়ক যোগাযোগকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে অভিহিত করেন। স্মর্তব্য, গতকাল শীর্ষ সম্মেলনে বিমসটেকের স্থায়ী সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মে মাস থেকে শুরু হবে সচিবালয় স্থাপনের কাজ। বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল এশীয় দেশগুলোর এই অর্থনৈতিক জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ঢাকায় সচিবালয় স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।