ইউক্রেনের ক্রিমিয়া থেকে সব রুশ সৈন্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার একইসঙ্গে তিনি পুতিনের সঙ্গে ইউক্রেনে বসবাসরত সংখ্যালঘু রাশিয়ানদের সুরক্ষা নিশ্চিত করতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারেও প্রস্তাব দিয়েছেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবার বৈঠক করবেন।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রুশ সেনা মোতায়েনের পর সেখানে উত্তেজনা শুরু হয়েছে। রুশভাষীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও সেনা মোতায়েনের হুমকি দিয়েছিল। রাশিয়ার এই পদক্ষেপে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।