রাশিয়া সঙ্গে চুক্তি করতে মঙ্গলবার মস্কো সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ।
সে দেশের প্রধানমন্ত্রী রোববার গভীর রাতে এ কথা জানান। ইউরোপিয় ইউনিয়ন ইউক্রেন সরকারের সঙ্গে চুক্তি ও রাজনীতি বিষয়ক সব ধরণের আলোচনা স্থগিত করার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের এ ঘোষণা দেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ রোববার গভীর রাতে সে দেশের জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একটি রোডম্যাপ অনুমোদনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্টের মস্কো সফরের সময় চুক্তিটি স্বাক্ষর করা হবে।
এদিকে ইইউ’র এ ঘোষণার পর রোববার সরকার বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে জনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।