actualy ai new,,bujhtechi na ki likhbo
অফিসে যখন ফিপ্থ ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নামছি পাশের এক ছাত্রের মুঠো ফোনে রিং এলো সাথে সাথে ছেলেটি বলল আম্মা কেমন আছ ? মনের অজান্তেই আমার নয়ন দুটি ....ছাএটি আমায় দেখে বলল ম্যাম আর ইউ অকে ? আমি বললাম ইয়া আই এম ফাইন , থেংক ইউ । আম্মা কেমন আছ ? এ কথাটা এখন আর বলা হয় না প্রায় আট বছর হলো । আজ খুব মনে পড়ছে মা তোমায়, খুব মনে পড়ছে বলতে ইচ্ছে করছে আম্মা কেমন আছ ? তোমার নামে এখন আর আমার কাছে ফোন আসে না , মা । এখন আর কেও বলে না রাস্তায় দেখে শুনে পার হোস, কেও বলে না মা । আম্মা আম্মা বলে ডাকি না আট বছর হলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।