উত্তর-পূর্ব সিঙ্গাপুরে মারামারির ঘটনায় দুই বাংলাদেশি ও দুই ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সিঙ্গাপুর পোস্ট সেন্টারের কাছে পায়া লেবারে ওই ঘটনা ঘটে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গ্রেফতার দুই ভারতীয় সিকান্দার সিং (২৭) ও রমনদীপ সিংয়ের (২৮) বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ের এক বাংলাদেশিকে মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিক কামরুল হাসান (২৮) ও মো. রমজান সিকদার রনিকে (২৬) গ্রেফতার করা হয়েছে এক ভারতীয়কে মারধরের অভিযোগে।
পুলিশ ঘটনাস্থল থেকে কাঠের তক্তা ও ভাঙা বিয়ারের বোতল উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সিঙ্গাপুরের আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি সাত বছরের সাজা ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করেই মারামারির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সন্দেহভাজন অন্যদের গ্রেফতারেও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে বাসচাপা পড়ে এক ভারতীয়র মৃত্যুর জের ধরে সিঙ্গাপুর সিটির লিটল ইন্ডিয়া এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাকে গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৩ জন বিদেশি শ্রমিককে বহিষ্কার করে সিঙ্গাপুর সরকার, যাদের মধ্যে একজন বাংলাদেশি এবং ৫২ জন ভারতীয় ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।