পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের একটি গম ক্ষেত থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বিকেলে ওই গ্রামের ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যাক্তি বাঐকোলা গ্রামের আজমত আলীর ছেলে আসাদুল ইসলাম (৩২)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, আজ দুপুরে আতাইকুলা থানাধীন আটঘরিয়া উপজেলার বাঐকোলা গ্রামের পাশের একটি মাঠের গম ক্ষেতে কৃষকরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ সময় গ্রামবাসী এসে লাশটি সনাক্ত করেন। নিহত ব্যাক্তি ওই গ্রামের আজমত আলীর ছেলে আসাদুল। পুলিশ পরে লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। তবে কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আরো জানান, আসাদ গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। এলাকাটি চরমপন্থি অধ্যুষিত হওয়ায় চরমপন্থিদের সঙ্গে কোন্দলের কারনে এ হত্যাকান্ডটি সংঘটিত হতে পারে বলে তাদের ধারনা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।