আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়ার পুরস্কা

বসুন্ধরা গ্রুপ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল কিংস দল ১০ লাখ টাকা পেয়েছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও বসুন্ধরা গ্রুপের ফাইন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) ইমরুল হাসান। টুর্নামেন্টে রানার্সআপ ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড দল পেয়েছে ৫ লাখ টাকা। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল কিংস ৪ রানে হারিয়েছিল ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডকে। ইন্ডাস্ট্রিয়াল কিংস এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

বসুন্ধরা ক্রিকেট টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ছিল সর্বোচ্চ চার ও ছয় এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানের পুরস্কারও ছিল। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল কিংসের তানভীর। এছাড়া সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের আতিক। বসুন্ধরা ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশিই অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা ব্যাডমিন্টন একক ও দ্বৈত ইভেন্ট। এই টুর্নামেন্টে এককের শিরোপা জিতেছেন তারিকুল ইসলাম চৌধুরী। দ্বৈতের শিরোপা জিতেছেন ইমরুল হাসান ও তারিকুল ইসলাম চৌধুরী। তাদেরও হাতে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, '১৯৭১ সালে লাখো শহীদের রক্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে চলেছে বসুন্ধরা গ্রুপ।' তিনি আরও বলেন, 'বসুন্ধরা গ্রুপ খেলাধুলার জন্য অনেক কিছুই করছে।' পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগত বক্তৃতায় বসুন্ধরা গ্রুপের ইমরুল হাসান বলেন, 'শত ব্যস্ততার মধ্যেও আনন্দ করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের কাছে আমরা কৃতজ্ঞ। তার সর্বাত্দক সহযোগিতায় এ ধরনের সুন্দর ক্রীড়া আয়োজন করা সম্ভব হয়েছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.