আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহের তীর ইসরাইলী মোসাদের দিকেঃ মালয়শিয়ান বিমান র্দূঘটনা!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ


Two on missing Malaysia flight used stolen European passports
Italian and Austrian men, listed as passengers on Malaysian Airlines flight, had passports stolen in Thailand.


Two on missing Malaysia flight used stolen European passports
Italian and Austrian men, listed as passengers on Malaysian Airlines flight, had passports stolen in Thailand.



মালয়শিয়ান এয়রালাইন্সের কুয়ালালামপুর হতে বেইজিংগামী বিমানটি যা Flight MH370 এর র্দূঘটনার পর থেকেই অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন দুই জন মিথ্যা পরিচযের পাসপোর্ট ব্যাবহারকারী যাত্রীদ্বয়ের মৃত্যুতে ঘটনা আরো রহস্যজনক হয়ে পড়েছে। র্দূঘটনার পর যাত্রীদের তালিকায় একজন ইটালীয় নাগরিক ও অপর জন অষ্ট্রীয় নাগরিক যথাক্রমে লু্ইগী মারাল্ডি ও ক্রিশ্চিয়ান ক্রৎসেল সমন্ধে তাদের স্ব স্ব দেশের পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার জানায় এই দুই জনেরই কেউই র্দূঘটনার সময় বিমানটিতে ছিল না। মজার কথা হল তাদের দুই জনের পাসপোর্টই ২০১২ সালে থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণের সময় হারিয়ে বা চুরি হয়ে যায়। বেইজিং এর পথে ভিয়েতনামের নিকট সাগরে কোন প্রকার ম্যাসেজ, সমস্যা, মেইডে সংকেত ছাড়া বিধ্বস্ত হওয়া কোনমতেই স্বাভাবিক ঘটনা নয়।

একমাত্র বিস্ফোরক ছাড়া এভাবে হঠাৎ পাইলট বা বিমান ক্রু হতে কোন প্রকার যোগাযোগ ব্যাতীত বিমান র্দূঘটনায় পড়ে না। এখানে এই বিষয়টি খুবই লক্ষ্যণীয়;

Flight MH370 last had contact with air traffic controllers 120 nautical miles off the east coast of the Malaysian town of Kota Bharu. Flight tracking website flightaware.com showed it flew northeast after takeoff, climbed to 35,000 feet and was still climbing when it vanished from tracking records.

Click This Link

এখানে আরও লক্ষ্যণীয়;

"Such a sudden disappearance would suggest either that something is happening so quickly that there is no opportunity to put out a mayday, in which case a deliberate act is one possibility to consider, or that the crew is busy coping with what whatever has taken place," he told Reuters.

মার্কিন জাতীয় পরিবহন বিষয়ক নিরাপত্তা বোর্ডের সাবেক সদস্য জন গগলিয়া বলেন;

John Goglia, a former board member of the National Transportation Safety Board, the U.S. agency that investigates plane crashes, said the lack of a distress call suggested that the plane either experienced an explosive decompression or was destroyed by an explosive device.

এখন সবচেয়ে কৌতুহলোদ্দীপক বিষয় হল যেভাবে এই দুই ইউরোপীয় ব্যাক্তির পাসপোর্ট দ্বয় খোয়া গেছে এবং দুই বছর পর ব্যাবহার বিষয়ে সবার আগে ইসরাইলী মোসাদের কথা আসে। পাসপোর্ট চুরি করে তৃতীয় বিশ্বের কেউ হয়ত উন্নত দেশে ভাল চাকুরী বা ক্যারিয়ারের জন্য যায় যাকে বলে ইকোনোমিক মাইগ্রেশন। যেমন ল্যাটিন আমেরিকার অনেকেই ইউরোপ আসে পর্তূগাল ও স্পেন এমনকি ইটালীর অন্য কারো পাসপোর্ট ব্যাবহার করে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এই দুই পাসপোর্ট ব্যাবহার করেছে তারা এখন র্দূঘটনায় বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে।

সাধারণত বিমানে সহজে বিস্ফোরক নেওয়া যায় না। হতে পারে এই অজ্ঞাত দুইজন সুইসাইড সদস্য হিসেবে বোমা বিশেষজ্ঞ ছিল। এখন ইসরাইলী মোসাদের জড়িত বা জড়িত নয় এই বিষয়ে একটি লেখাও বেড় হয়েছে;

Did the Mossad Blow Up the Malaysian Airlines Jet?

Click This Link

এই বিষয়ে নেট সার্চ করতে গিয়ে ইসরাইলী দৈনিক হারেৎজেও দেখলাম সেখানেও কয়েকজন পাঠকও মোসাদের কথা বলল। তাদেরও মতে এই ধরণের পাসপোর্ট চুরি ও মিথ্যা পরিচয় ব্যাবহারে মোসাদ বিশ্বের এক নম্বর!

http://www.haaretz.com/news/world/1.578624

এখন আমার কথা হল হাল আমলে মালয়শিয়া ও ইসরাইলের মধ্যে কোন বিরোধ আছে বলে কোন পত্রিকা বা মিডিয়ায় শুনিনি। দুই দেশই প্রকাশ্যে ও গোপনে সৌদিদের বন্ধু।

কি এমন কারণ হতে পারে যে ইসরাইল মালয়শিয়ার মধ্যে এই দ্বন্দ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.