মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ বিমানটির নিখোঁজ হওয়ার ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন দেশটির বেসামরিক বিমান বিভাগের প্রধান। বিমানটি ছিনতাই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।
বেসামরিক বিমান বিভাগের প্রধান আজহারুদ্দিন আবদুল রহমান কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে বিমানটিতো দূরে থাক আমরা এমন কিছুই পায়নি যা বিমানটির অংশ বলে মনে হয়। ’
তিনি বলেন, ভিয়েতনামের দক্ষিণে সমুদ্র এলাকায় উদ্ধারকারী বিমান থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ দেখা যাওয়ার যেসব খরব বেরিয়েছে সেগুলো নিশ্চিত নয়। বিমানটির নিখোঁজ হওয়ার কারণ হিসেবে ছিনতাইয়ের ঘটনা তারা উড়িয়ে দিচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেন।
বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এটির কোনো রকম সন্ধান মেলেনি।
আবদুল রহমান আরো বলেন, তারা উদ্ধার অভিযান জোরদার করছেন। যত সময়ই লাগুক উদ্ধারকাজ অব্যাহত থাকবে। মালয়েশিয়া এবং ভিয়েতনাম উপকূলবর্তী সমুদ্রের প্রতিটি এলাকায় আমরা তন্ন তন্ন করে সন্ধান চালাচ্ছি।
এদিকে নিখোঁজ বিমানটির যাত্রীদের আত্মীয়স্বজনদের সবচয়ে খারাপ খবরটির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।