আমাদের কথা খুঁজে নিন

   

ভারত মহাসাগরে ডুবেছে বিমানটি, কেউ বেঁচে নেই

কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ফ্লাইট-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে পার্থের কাছাকাছি কোনো স্থানে বিধ্বস্ত হয়ে তলিয়ে গেছে। তবে বিমানটির সুনির্দিষ্ট ‘অবতরণস্থল’ জানা যায়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ উপগ্রহ যোগাযোগ সরবরাহ সংস্থা ইনমারসাট ও ইউকে এয়ার ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (এএআইবি) উদ্ধৃতি দিয়ে নাজিব রাজাক এ তথ্য জানান। খবর বিবিসির।

মালয়েশিয়াএয়ারলাইনস কর্তৃপক্ষ ওই বিমানের আরোহীদের স্বজনদের মুঠোফোনে গতকাল এক খুদে বার্তা পাঠায়। এতে গভীর দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়- ফ্লাইট-৩৭০ নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই’। সপ্তাহদুই আগে ২৩৯ জন আরোহীসহ বিমানটি নিখোঁজ হয়। এরপর ছিনতাই, বিধ্বস্তসহ নানা তথ্য দেওয়া হয়।

গতকালই এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হলো। উড়োজাহাজটি ধ্বংস হয়েছে বলে চূড়ান্ত ইঙ্গিত পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নাজিব রাজাক বলেন, ইনমারসাত ও এএআইবি তাদের উপগ্রহ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে উপসংহারে পৌঁছেছে যে এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটি দক্ষিণ করিডোর দিয়ে উড্ডয়ন করছিল। এটার সর্বশেষ অবস্থানস্থল ছিল ভারত মহাসাগরের মাঝে অবস্থিত পার্থের পশ্চিমের একটি এলাকায়। তিনি বলেন, এটা খুবই (ভূভাগ থেকে) দূরবর্তী এলাকা।

নিরাপদ অবতরণস্থল থেকে এটি বহু দূরে ছিল। তিনি ওই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের স্বজনদের ব্যক্তিগত নিভৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। স্বজনদের কাছে মালয়েশিয়া এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে- ‘মালয়েশিয়া এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সঙ্গে সন্দেহাতীতভাবে জানাচ্ছে, এমএইচ৩৭০ নিখোঁজ হয়েছে এবং বিমানে থাকা কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। তথ্য-উপাত্তে বলা হয়েছে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে হারিয়ে গেছে এবং আমাদের এ সত্য মেনে নিতেই হচ্ছে। ’এর আগে গতকাল নিখোঁজ বিমান অনুসন্ধানে অংশ নেওয়া চীনা বিমানের ক্রুরা জানান, তারা অস্ট্রেলিয়ার পার্থ সমুদ্র উপকূলের অদূরে ভারত মহাসাগরের দক্ষিণে ‘রহস্যজনক’ দুটি বস্তু দেখতে পেয়েছেন।

বস্তু দুটি সাদা রঙের বর্গাকার। এগুলো মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ হতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গতকাল এ তথ্য জানায়। এদিকে, এ তথ্যের পরেই যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ওই স্থানে বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করার জন্য অত্যাধুনিক ডিভাইসযুক্ত যান পাঠানোর ঘোষণা দেয়।      



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.